কোটা বিড়ম্বনায় মেধা বিনাশ
দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরি লাভের ক্ষেত্রে ‘কোটা’ পদ্ধতির কারণে প্রতি বছর বিপুলসংখ্যক মেধাবী ঝরে পড়ছে। কোটার কারণে বঞ্চিত হচ্ছে জাতির মেধাবী মুখগুলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সরকারি চাকরি, বিসিএস, প্রাইমারি স্কুলের চাকরিসহ প্রায় সব ক্ষেত্রে মেধাবীরা আটকে যাচ্ছে কোটার জালে। মেধাবীরা পরীক্ষায় ভালো ফলাফল লাভ করেও কোটার কারণে সরকারি চাকরি ও ভর্তি ক্ষেত্রে অপেক্ষাকৃত কম মেধাবীদের কাছে হেরে যাচ্ছে।