Thursday, August 11, 2016

রূপালী ব্যাংক নেবে ৭৩৬ অফিসার

রূপালী ব্যাংক নেবে ৭৩৬ অফিসার

৭৩৬ অফিসার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। এরই মধ্যে শুরু হয়ে গেছে আবেদনপ্রক্রিয়া। আবেদন করতে হবে অনলাইনে। শেষ তারিখ ২৩ আগস্ট।

Wednesday, August 10, 2016

কোটা - মেধাবীদের স্বপ্নচুরি

কোটা -  মেধাবীদের স্বপ্নচুরি

কোটা পদ্ধতি কি ?

দেশের সর্বোচ্চ পরীক্ষা বিসিএস এর মাধ্যমে নারী ও পশ্চাৎপদ জনগোষ্ঠী যাতে সমান সুবিধা নিতে পারে এই লক্ষ্যে সরকার বিসিএসে উত্তীর্ণদের (প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক –তিনটিতেই উত্তীর্ণ) মধ্যে থেকে নারী, উপজাতী বা পশ্চাৎপদ জেলাগুলোর অধিবাসীদের থেকে মোট ৫৫ শতাংশ প্রার্থীদের ‘কোটা পদ্ধতি’র ভিত্তিতে চাকরী প্রাপ্তির ক্ষেত্রে প্রাধিকার দেয় । এই ৫৫ শতাংশের সবচে বড় ৩০ শতাংশই রাখা হয় মুক্তিযোদ্ধাদের সন্তানদের নামে ।

বিজেএমসিতে ৬ পদে ৫৫০ জন নিয়োগ

বিজেএমসিতে  পদে ৫৫০ জন নিয়োগ


বিজেএমসিতে (বাংলাদেশ পাটকল কর্পোরেশন৬টি পদে ৫৫০ জন লোক নিয়োগ দেয়া হবে।  সংক্রান্ত বিজ্ঞপ্তি বিভিন্ন দৈনিক পত্রিকায় সম্প্রতি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিজেএমসির ওয়েবসাইট (www.bjmc.gov.bd) থেকে ডাউনলোড করে তা দেখে আগ্রহীরা আবেদন করতে পারবেন। 
  
*********************কোন পদে কতজন লোক নেয়া হবে ***************