Thursday, June 16, 2016

বাংলাদেশ বিমানে পাঁচ পদে ২৩০ নিয়োগ

বাংলাদেশ বিমানে পাঁচ পদে ২৩০ নিয়োগ


বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সম্প্রতি পাঁচ পদে মোট ২৩০ জন নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, কমার্শিয়াল অপারেটর পদে ১০০ জন, জুনিয়র অপারেটর জিএসই পদে ৫০ জন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ৪০ জন, এমটি অপারেটর পদে ৩০ জন এবং জুনিয়র মেকানিক ও জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন-প্রক্রিয়া, আবেদন করা যাবে ২১ জুন ২০১৬ তারিখ পর্যন্ত।


আবেদনের যোগ্যতা: কমার্শিয়াল অপারেটর পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক হতে হবে। আবেদনকারীকে স্নাতকে কমপক্ষে একটি প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪.০-এর মধ্যে ৩.০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৫.০-এর মধ্যে কমপক্ষে ৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গড়ে ‘সি’ এবং ‘এ’ লেভেলে গড়ে কমপক্ষে ‘ডি’ গ্রেড থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে ইংরেজিতে কথা বলা এবং মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারে দক্ষ হতে হবে।
জুনিয়র অপারেটর জেএসই পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে হালকা যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক হতে হবে। আবেদনকারীকে স্নাতকে কমপক্ষে একটি প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪.০-এর মধ্যে ৩.০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৫.০-এর মধ্যে কমপক্ষে ৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গড়ে ‘সি’ এবং ‘এ’ লেভেলে গড়ে কমপক্ষে ‘ডি’ গ্রেড থাকতে হবে। তবে সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও অথবা জেসিওদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি। এ ছাড়া আবেদনকারীকে শুদ্ধ করে বাংলা ও ইংরেজিতে কথা বলা, লেখা, কম্পিউটার চালনা এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
এমটি অপারেটর পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে হালকা যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
জুনিয়র মেকানিক এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার পাশাপাশি ২১ জুন ২০১৬ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া: সব পদে আবেদনের জন্যই আবেদনকারীকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট www.biman-airlines.com এই ঠিকানায় গিয়ে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। যথাযথভাবে আবেদন ফরম পূরণ করার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের নামে ২৫০ টাকা পোস্টাল অর্ডার বা পে-অর্ডার করতে হবে। এরপর আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি হিসেবে ২১ জুন ২০১৬ তারিখের মধ্যে ম্যানেজার এমপ্লয়মেন্ট, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, হেড অফিস, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯ এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর আবেদনকারীর নাম এবং পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
নিয়োগ-প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ৮৯ দিনের জন্য নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীদের প্রয়োজন সাপেক্ষে ৮৯ দিন শেষ হওয়ার পর পুনরায় নিয়োগ দেওয়া হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা: চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের বেতন স্কেল অনুযায়ী বেতন প্রদান করা হবে। এ ক্ষেত্রে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের দৈনিক ৪২৫ টাকা হারে বেতন প্রদান করা হবে এবং দৈনিক ১০০ টাকা খাবার খরচ হিসেবে দেওয়া হবে। জুনিয়র অপারেটর জিএসই, এমটি অপারেটর এবং জুনিয়র মেকানিক ও জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের দৈনিক ৪০০ টাকা হারে বেতন প্রদান করা হবে এবং দৈনিক ১০০ টাকা খাবার খরচ হিসেবে দেওয়া হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ: ম্যানেজার এমপ্লয়মেন্ট, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, হেড অফিস, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯
ই-মেইল: mgremp@bdbiman.com
ওয়েবসাইট:
www.biman-airlines.com

No comments:

Post a Comment