বিজেএমসিতে ৬ পদে ৫৫০ জন নিয়োগ
বিজেএমসিতে (বাংলাদেশ পাটকল কর্পোরেশন) ৬টি পদে ৫৫০ জন লোক নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিভিন্ন দৈনিক পত্রিকায় সম্প্রতি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিজেএমসির ওয়েবসাইট (www.bjmc.gov.bd) থেকে ডাউনলোড করে তা দেখে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
*********************কোন পদে কতজন লোক নেয়া হবে ***************
কোন পদে কতজন
পরীক্ষক (মান নিয়ন্ত্রণ) পদে ৩৫ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৭০ জন, অফিস সহায়ক পদে ৪০ জন, সময় রক্ষক পদে ১০০ জন, ফায়ারম্যান পদে ৩০ জন ও নিরাপত্তা প্রহরী পদে ১৭৫ জনকে নিয়োগ দেয়া হবে।
ডেটলাইন
আগ্রহীরা পদগুলোতে আবেদন করতে পারবেন ১১ আগস্ট পর্যন্ত।
বেতন
বিজেএমসির সময় রক্ষক পদের প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ হাজার ৭০০ টাকা, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও পরীক্ষক (মান নিয়ন্ত্রণ) পদের প্রার্থীরা ৯ হাজার ৩০০ টাকা এবং অফিস সহায়ক, ফায়ারম্যান ও নিরাপত্তা প্রহরী পদের প্রার্থীরা ৮ হাজার ২৫০ টাকা স্কেলে বেতন পাবেন। এ ছাড়া পাটকল কর্পোরেশনের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন।
জেলা কোটা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬টি পদেই বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে, প্রতিবন্ধী ও এতিম কোটার প্রার্থীরা সব জেলা থেকে এ সব পদে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে বিজ্ঞপ্তিটিতে চোখ বুলিয়ে নিন।
যোগ্যতা
সময় রক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও পরীক্ষক (মান নিয়ন্ত্রণ) পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অফিস সহকারী-কাম-মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের বিজেএমসি ও এর নিয়ন্ত্রণাধীন মিল/কার্যালয়ে কর্মরত অফিস সহায়কদের ক্ষেত্রে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি জানাসহ বাংলা ও ইংরেজি টাইপের গতি প্রতি মিনিটে যথাক্রমে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। আর পরীক্ষক (মান নিয়ন্ত্রণ) পদের প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে অফিস সহায়ক পদের প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অগ্নি নির্বাপক কর্মী (ফায়ারম্যান) ও নিরাপত্তা প্রহরী পদের প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। এ সব পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স
১১ আগস্ট ২০১৬ সালে যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তারাই শুধু এ সব পদে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নমুনা ছকে আবেদন করতে হবে। আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে সচিব, বাংলাদেশ পাটকল কর্পোরেশন, আদমজী কোর্ট, এনেক্স-১ (৫ম তলা), ১১৫-১২০ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ বরাবরে ডাকযোগে বা সরাসরি বিজেএমসি প্রধান কার্যালয়ে সংরক্ষিত বক্সে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক থেকে ৩০০ টাকা মূল্যের (অফেরতযোগ্য) এমআইসিআর যুক্ত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের কপি, সদ্য তোলা প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রার্থী যে ঠিকানায় বাছাই পরীক্ষার প্রবেশপত্র পেতে চান, ওই ঠিকানা সংবলিত একটি ৪›১০ মাপের ১০ টাকার ডাকটিকিট সংবলিত খাম যুক্ত করতে হবে।
পরীক্ষা
আবেদনপত্র যাচাই-বাছাই শেষে পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিজেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে।
সূত্র ঃ দৈনিক যুগান্তর
No comments:
Post a Comment