Thursday, August 11, 2016
Wednesday, August 10, 2016
কোটা - মেধাবীদের স্বপ্নচুরি
কোটা - মেধাবীদের স্বপ্নচুরি
কোটা পদ্ধতি কি ?
দেশের সর্বোচ্চ পরীক্ষা বিসিএস এর মাধ্যমে নারী ও পশ্চাৎপদ জনগোষ্ঠী যাতে সমান সুবিধা নিতে পারে এই লক্ষ্যে সরকার বিসিএসে উত্তীর্ণদের (প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক –তিনটিতেই উত্তীর্ণ) মধ্যে থেকে নারী, উপজাতী বা পশ্চাৎপদ জেলাগুলোর অধিবাসীদের থেকে মোট ৫৫ শতাংশ প্রার্থীদের ‘কোটা পদ্ধতি’র ভিত্তিতে চাকরী প্রাপ্তির ক্ষেত্রে প্রাধিকার দেয় । এই ৫৫ শতাংশের সবচে বড় ৩০ শতাংশই রাখা হয় মুক্তিযোদ্ধাদের সন্তানদের নামে ।বিজেএমসিতে ৬ পদে ৫৫০ জন নিয়োগ
বিজেএমসিতে ৬ পদে ৫৫০ জন নিয়োগ
বিজেএমসিতে (বাংলাদেশ পাটকল কর্পোরেশন) ৬টি পদে ৫৫০ জন লোক নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিভিন্ন দৈনিক পত্রিকায় সম্প্রতি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিজেএমসির ওয়েবসাইট (www.bjmc.gov.bd) থেকে ডাউনলোড করে তা দেখে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
*********************কোন পদে কতজন লোক নেয়া হবে ***************
Wednesday, June 22, 2016
কোটা পদ্ধতি নিয়ে একবার ভাবুন
কোটা পদ্ধতি নিয়ে একবার ভাবুন
আপনি মেধাবী
হতে পারেন । প্রতিটি
পরীক্ষায় সর্বোচ্চ
সফলতার স্বাক্ষর রেখে
ছাত্রজীবনের ইতি
টানতে পারেন । তাই
বলে আপনি সহজে
চাকরি পাবেন ভেবেছেন
? আপনার যোগ্যতা বলে
আপনি ইচ্ছা করলেই
আপনার পছন্দ কিংবা
অপছন্দের সরকারি
চাকরি পাচ্ছেন না
। সফলতার সাথে
ছাত্র জীবন শেষ
করা আপনার দায়িত্ব
ছিল । এখন
রাষ্ট্র আপনার
জন্য আরও কিছু
বাড়তি দায়িত্ব নির্ধারণ
করে দিবে । আপনার
পিতা কিংবা দাদা
কি মুক্তি যোদ্ধা
ছিলেন ? যদি উত্তর
না হয় তবে
আপনার চাকরি পাওয়ার
সম্ভাবনা ৩০%
হারালেন । ******
হাস্যকর কোটা পদ্ধতি
সরকারী চাকুরীতে
মুক্তিযোদ্ধার সন্তান
ও নাতী-পুতিদের
জন্য হাস্যকর ৩০%
কোটা, জেলা কোটা
১০%, মহিলা কোটা
১০%, উপজাতী কোটা
৫% ও প্রতিবন্ধী
কোটা ১% সংরক্ষিত
থাকে। বাকী মাএ
৪৪% মেধার ভিত্তিতে
নিয়োগ করা হয়।
কিন্তু দলীয় কোটা,
আত্নীয় কোটা, লবিং
বা সুপারিশ ও
উৎকোচের আবদার
ইত্যাদির কারনে
মেধাবীরা আজ
অসহায়।
কোন কোটাই
চিরস্হায়ী হওয়া
উচিৎ নয়। সময়ের
এসেছে কোটা পদ্বতি
পূনঃমূল্যায়নের বা
সংস্কারের, তবে
সরকারী চাকুরীতে কোটা
থাকলেও তা ১০%–১৫% এর বেশী
হওয়া উচিৎ নয়।
Subscribe to:
Posts (Atom)